বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় দুটি আইন হচ্ছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় ‘গণমাধ্যম কর্মী আইন’ ও ‘সম্প্রচার আইন’ দুটি নতুন আইন করতে সংসদে বিল তোলার প্রস্তুতি চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন দুটির খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। এ দুটি আইন পাস হলে সাংবাদিকদের চাকরির নিশ্চয়তাসহ অন্যান্য ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত হবে। গতকাল সচিবালয়ে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যম কর্মী আইন’ এবং ‘সম্প্রচার আইন’-এর খসড়া মন্ত্রিসভায় তোলার প্রক্রিয়া চলছে। আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যাতে দ্রুত আমাদের কাছে  আসার পর সেগুলো মন্ত্রিসভা হয়ে সংসদে উপস্থাপন করতে পারি। তথ্যমন্ত্রী বলেন, এ দুটি আইন যখন কার্যকর হবে, যখন আইনে রূপান্তরিত হবে, আমি মনে করি আজকে যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন তখন সেগুলোর আইনি প্রটেকশন আমরা দিতে পারব, এটি অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। কেউ মারা গেলে বা অসুস্থ হলে এ ট্রাস্ট ফান্ড থেকে সাহায্য করা যায়, অন্য কোনো কারণে সাহায্য করা যায় না। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, ট্রাস্টের নিয়ম পরিবর্তন করার জন্য, যাতে সাংবাদিকরা সাহায্য পেতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর