বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভোটার তালিকা হালনাগাদ শুরু

চলবে ১৩ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল হালনাগাদের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আগামী ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহের কাজ চলবে। এ সময় ১৮ বছরের কম বয়সী নাগরিকদেরও তথ্য সংগ্রহ করবে মাঠ কর্মকর্তারা। প্রথমে ১৩৫ উপজেলায় তথ্য নেওয়া হবে। এবার হালনাগাদে প্রায় ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসি।

এদিকে টাকার লোভে হালনাগাদে কোনোভাবেই যেন জীবিত ভোটারের নাম মৃত হিসেবে দেখানো না হয়, সে বিষয়ে সতর্ক থাকাসহ মাঠ কর্মকর্তাদের ১৬ দফা নির্দেশনা দিয়েছে ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর