বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ইসি সচিব বললেন

মানুষের প্রত্যাশা পূরণ হলে ভোট দেওয়ার প্রবণতা কমে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, অব্যাহত রাখা যাবে না। সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে, ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। কারণ সরকার পরিবর্তনের আর তখন প্রয়োজন পড়ে না।

গতকাল সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, কোনো ভোটারের তথ্য সংগ্রহ যেন বাদ না পড়ে। কারণ বাদ পড়া ব্যক্তি আদালতের আশ্রয় নেন। এতে করে নির্বাচন স্থগিত করতে হয়।

তথ্য সংগ্রহকারীদের ভুলে যেন কেউ বাদ না পড়েন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর