বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তুরাগ তীরের ১১৩ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

পাঁচ তলা ভবন, মার্কেটসহ তুরাগ তীরের ১১৩ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে গতকাল অবমুক্ত করা হয় তুরাগের দুই একর তীরভূমি। নিলামে বিক্রি করা হয় ১৪ লাখ ২৮ হাজার টাকার মালামাল। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকাল তৃতীয় পর্বের তৃতীয় পর্যায়ের প্রথম দিনের (৩১তম কার্যদিবস) অভিযানে ঢাকার তুরাগ থানা ও গাজীপুরের টঙ্গী থানার কামারপাড়া স্লুইচ গেট থেকে টঙ্গী বাজার পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। বুলডোজার, স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় নদের জায়গা ভরাট করে গড়ে তোলা বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, প্রাচীর, ওয়্যার হাউজ। এ দিনের অভিযানে টঙ্গী বাজার মসজিদ মার্কেটসহ দুটি পাঁচ তলা, চারটি চার তলা, ছয়টি তিন তলা, আটটি দোতলা, ছয়টি একতলা, ১২টি আধা পাকা, ১২টি টিনশেড, দুটি বাউন্ডারি ওয়াল, ৬১টি টিনের ঘরসহ মোট ১১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অপসারণ করা হয় তিনটি বালুর গদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর