বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় ইন্দোনেশিয়ান ফেয়ার কাল শুরু

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগবিষয়ক দ্বিতীয় ইন্দোনেশিয়ান ফেয়ার আগামীকাল ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে। ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস আয়োজিত এ মেলায় ৪০টি প্রতিষ্ঠান সেবা, ভোগ্য ও শিল্পজাত পণ্য প্রদর্শন করবে। ইন্দোনেশিয়া বুটিক, ফ্যাশন, জুয়েলারি, হস্তশিল্প, খাদ্যদ্রব্য, পানীয়, যানবাহন ও পর্যটন খাতে বিশেষ ছাড় দেওয়া হবে।

গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। এবার ইন্দোনেশিয়া ফেয়ারে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগে উৎসাহিত করা হবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি পারতামিমা (তেল ও খনিজ সম্পদ শিল্প), পিটি ইনকা (রেলওয়ে), গারুদা মেইনটেইন্যান্স ফ্যাসিলিটি জিএমএফএরো এশিয়া, পিটি পিনদাদ ও ইন্দোনেশিয়ান রেলওয়ে কনসোর্টিয়াম মেলায় অংশ নিচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। তিন দিনের মেলায় দর্শকরা বিনামূল্যে প্রবেশ এবং তাদের বাস ও অন্যান্য পণ্য দেখতে পারবেন। প্রথম দুই দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শেষ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর