বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মামলা আর গ্রুপিংয়ে জর্জরিত যশোর বিএনপি

সাইফুল ইসলাম, যশোর

মামলা আর গ্রুপিংয়ে জর্জরিত যশোর বিএনপি

ছুটির দিনগুলো ছাড়া প্রায় প্রতিদিনই কোর্টের বারান্দায় আড্ডা বসে বিএনপি নেতাদের। কারণ হাজিরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে যশোর, ঢাকা, নড়াইলে মামলার সংখ্যা ৬০। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর বিরুদ্ধে মামলার সংখ্যা ৫১। সহ-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে মামলা আছে ১৬টি। অসুস্থ ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার বিরুদ্ধেও আছে হাফ ডজন মামলা। এ ছাড়া যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের বিরুদ্ধে মামলার সংখ্যা ৪২। যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুর বিরুদ্ধে রয়েছে ৩৪ মামলা। এ ছাড়া যুবদল নেতা এহসানুল হক মুন্নার বিরুদ্ধে ২৫, আনসারুল হক রানার বিরুদ্ধে ২২, ছাত্রদল নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে ১৪, মোস্তফা আমির ফয়সালের বিরুদ্ধে ২৪ মামলা রয়েছে। মামলার ঝামেলার মধ্যে যোগ হয়েছে সম্মেলন ও নতুন কমিটি করার তাগিদ। আর তাতেই ভিতরে     ভিতরে চাঙ্গা হয়ে উঠছে গ্রুপিং। তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করেন। বিপরীতে যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামও আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।  আগামী সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য তরিকুল ইসলামের সহধর্মিণী নার্গিস বেগম ও মারুফুল ইসলাম (চাচি-ভাইপো) দুজনেই চেষ্টা করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা করছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেরুল হক সাবু দলের মধ্যে গ্রুপিংয়ের কথা অস্বীকার করে বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। যশোর বিএনপিতেও সেই প্রতিযোগিতা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর