শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালের যন্ত্রপাতি কিনে অর্থ আত্মসাৎ

বিভিন্ন পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে শরীয়তপুরের নড়িয়া, ঢাকার তেজগাঁও ও বরিশাল পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়েছে। গতকাল বিষয়টি দুদকের জনসংযোগ কার্যালয় নিশ্চিত করেছে। জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভারী যন্ত্রপাতি সরবরাহের জন্য ১৮ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু মালামাল সরবরাহের আগেই লিখিত স্বীকৃতিপত্র দিয়ে তা আত্মসাৎ করা হয়। হাসপাতালের স্টোরকিপার এ কে ফজলুল হক এর সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। বিভিন্ন ডিলারের মাধ্যমে দরিদ্রদের জন্য খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে আগত ওএমএস আটা গ্রহণে দুর্নীতির অভিযোগে তেজগাঁও সিএসডিতে অভিযান চালানো হয়েছে। দুদকের টিম ওই অফিসে আসা-যাওয়ার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে। সিএসডিতে মোট ৫২টি ট্রাক প্রবেশ করলেও বের হওয়ার সময় মাত্র ২৫টি ট্রাক ওজন স্কেলে পরিমাপ করে বের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর