বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চাঁদাবাজির অভিযোগে দম্পতিসহ পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- রাসেল হাওলাদার ওরফে রাসেল হাসান ওরফে হাসান, তার স্ত্রী সালমা আক্তার, রাসেলের শ্যালিকা আছমা আক্তার, মানিক হোসেন ও মোখলেছুর রহমান জনি। মঙ্গলবার উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা, ঘড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন পত্রিকার অসংখ্য পেপার ক্লিপিং উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। চক্রের মূলহোতা রাসেল। বাড়ি বরিশালে। তিনি ১৯ বছর ধরে ঢাকায় আছেন। রাসেলের নির্দেশেই চক্রের অন্য সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনামধন্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে। পড়াশোনায় সে উচ্চ মাধ্যমিকের গি  পার হতে না পারলেও নিজেকে গ্রাজুয়েট হিসেবে পরিচয় দিতেন। তার গ্রামের বাড়ি ও ঢাকায় একাধিক স্ত্রী রয়েছে। ঢাকায় রাসেলের বর্তমান স্ত্রী সালমা ও শ্যালিকা আছমা তার বিভিন্ন অপকর্মের সহযোগী। তার স্ত্রী ও শ্যালিকাকে টার্গেটকৃত ব্যক্তিদের কাছে পাঠিয়ে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অন্যথায় ইভটিজিং ও নারী নির্যাতন মামলার করার ভয় দেখাত। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রের সদস্য মানিক ও জনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক টাকা আদায় করত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর