শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রাখাইন মুসলিমদের হত্যাযজ্ঞ নিয়ে ‘পলিথিন হাউস’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

রাখাইন মুসলিমদের হত্যাযজ্ঞ নিয়ে ‘পলিথিন হাউস’ মঞ্চস্থ

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিমদের ওপর স্মরণকালের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ইতিহাসের পাতায় নিকৃষ্ট সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে মিয়ানমার। মানুষ পুড়িয়ে হত্যা, ধর্ষণ, খুনসহ নানাবিধ বর্বরতার কারণে বিশ্বের মানচিত্রে মিয়ানমার একটি অভিশপ্ত দেশের পরিচিতিও পেয়েছে। বৌদ্ধদের দ্বারা রাখাইন মুসলিমদের হত্যাযজ্ঞ নিয়ে নাটক ‘পলিথিন হাউস’ মঞ্চায়ন করেছে নাটকের দল প্রাচ্যনাট। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজাদ আবুল কালামের রচনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম।

৩৩তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়নের এ নাটকটির বিভিন্ন  চরিত্রে অভিনয় করেছেন রকি খান, সাইদুর রহমান শাহীন, ফয়সাল কবির সাদী, শ্রাবণ শামীম, শর্মিলা সেন, শারমিন আক্তার শর্মী, তাহাদিল  আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর