শিরোনাম
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ডিএনএফ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

দেশে আরও একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। ৯টি দলের সমন্বয়ে গঠিত নতুন এ রাজনৈতিক জোটের নাম ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা পাঠের মাধ্যমে ডিএনএফের কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে ডিএনএফের চেয়ারম্যান বাবুল সরকার চাখারি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরও আমাদের কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বেকার সমস্যা। এসব সমস্যা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের দল-মতকে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির মহাসচিব হিসেবে আছেন  মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মুখপাত্র এআরএম জাফরুল্লাহ চৌধুরী। এ ছাড়া জোটের সব শরিক দল প্রধানরা স্টিয়ারিং কমিটির সদস্য হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর