শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
লাবণ্যের মৃত্যুতে হত্যা মামলা

শিক্ষার্থীরা ফের রাজপথে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর সড়কের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহতের ঘটনায় শেরেবাংলানগর থানায় মামলা করেছে তার পরিবার। তবে গতকাল পর্যন্ত কাভার্ড ভ্যানটি শনাক্ত করে এর চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে লাবণ্যকে বহনকারী রাইড শেয়ারিং মোটরসাইকেলের চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে আটকের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে সুমনের চিকিৎসা চলছে। অন্যদিকে কাভার্ড ভ্যানের চালককে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিতে গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঘটনাস্থলে মানববন্ধন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় তারা সব ধরনের সড়ক দুর্ঘটনার সঠিক এবং দ্রুত বিচারের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর