রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বায়েজিদে পাহাড়সহ জায়গা দখলের মহোৎসব

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় অবৈধভাবে পাহাড়সহ জায়গা দখলের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরেই চলমান এসব কর্মকান্ডে খোদ প্রশাসনের দায়িত্বশীলরাও রীতিমতো আতঙ্কের মধ্যে থাকেন। কয়েক বছর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল খুন হন। এ খুনের সঙ্গে জড়িতরা ভিন্ন কৌশলে যুবলীগ-ছাত্রলীগের নাম ভাঙিয়ে এলাকায় নতুন করে রাজত্ব সৃষ্টি করে চলেছে। এতে একের পর এক সাধারণ মানুষের জায়গাসহ পাহাড় দখলের ঘটনা ঘটছে। পাহাড়ে গড়ে তোলা হচ্ছে বড় বড় বস্তিও।

সরেজমিন জানা যায়, এলাকায় পৈতৃক কিংবা ক্রয়সূত্রে কোনো জায়গা কিনে দখলের আগেই চাঁদা দিতে হবে সরকারি দলের নাম ভাঙিয়ে গড়ে ওঠা সন্ত্রাসী চক্রকে। নয়তো নিজেরাই জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেবে। মাদকাসক্ত তরুণ যুবকদের নিয়ে গড়ে তোলা হয়েছে সংঘবদ্ধ এ চক্র। এমন একটি গ্রুপের নিয়ন্ত্রণে আছেন দিদার, মহিউদ্দিন, পানি জসিম, মিল্টন বড়ুয়া, মোস্তফা কামাল প্রকাশ, ইয়াবা কামালরা। এ চক্রের কাজই হচ্ছে জায়গা দখল-বেদখল ও শিল্প কারখানায় চাঁদাবাজি। এ চক্রের বিরুদ্ধে ভূমিকা পালন করার সাহস কারও নেই। গত সোমবার জালালাবাদ এলাকার বাংলাবাজারে বিপণিবিতান কর্তৃপক্ষের একটি জায়গার একাংশে এ চক্র সাইনবোর্ড টাঙিয়ে চারপাশে টিনের ঘের দিয়ে টিনশেড ঘর নির্মাণ করে নিজেদের দখলে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ চক্র রাজনৈতিক গ্রুপের আশ্রয়ে থেকে নিজেরাই সৃষ্টি করেছে বিভিন্ন গ্রুপ-উপগ্রুপ। এসব গ্রুপ-উপগ্রুপের আড়ালে নানা অপকর্ম সংঘটিত হয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর