রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বেঁচে থাকলে মানুষের মঙ্গলে কাজ করতে পারত জায়ান : শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদক

বেঁচে থাকলে মানুষের মঙ্গলে কাজ করতে পারত জায়ান : শেখ সেলিম

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘খুব ট্যালেন্ট বাচ্চা ছিল জায়ান। বেঁচে থাকলে ভবিষ্যতে হয়তো এদেশের মানুষের জন্য নেতৃত্ব দিতে পারত। মানুষের মঙ্গল করতে পারত। তার অকাল মৃত্যু কোনোভাবেই মানা যায় না।’ তিনি গতকাল বিকালে জায়ানের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন। রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে আসর নামাজের পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের আগে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম নাতির স্মৃতিচারণ করে বলেন, ‘তার ইসলামের প্রতি ছিল অগাধ বিশ্বাস। প্রত্যেক শুক্রবারে বাবার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়ত। আয়াতুল কুরসি, সূরা সে খুব সুন্দরভাবে পড়ত। মনে হতো কোনো আলেম সূরা পড়ছে। এই শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা মানুষ নয়। আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।’ শেখ সেলিম তার বক্তব্যে জানান, শ্রীলঙ্কায় বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে। জায়ানের মা শেখ সোনিয়া ও ছোট ভাইকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও মন্ত্রিসভার সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর অনেক নেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর