রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মেসে গিয়ে যবিপ্রবি শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি দেখতে এবং তাদের অভয় দিতে যশোর শহরের পালবাড়ী এলাকার বিভিন্ন ছাত্র মেস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। শুক্রবার রাতে উপাচার্যের পরিদর্শনের সময় শিক্ষার্থীরা তার কাছে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হুমায়রা আজমিরা এরিন, একরামুল কবির দীপ, রোকনুজ্জামান রনি, মাহমুদুল হাসান শাকিবের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা তাদের মেসগুলোতে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য হুমকি দিচ্ছে। এ অবস্থায় অনেক শিক্ষার্থী মেস ছেড়ে বাড়ি চলে গেছেন। বাকিরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের অভয় দিয়ে বলেন, সময় মতো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর