রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অনিয়ম দুর্নীতি বন্ধের সব দাবি মেনে নিল বিমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অনিয়ম ও দুর্নীতি বন্ধে সিলেটের ট্রাভেলস ব্যবসায়ী ও প্রবাসীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে বিমান কর্তৃপক্ষ। ইতিমধ্যে কয়েক দফা বাস্তবায়নসহ আগামী কয়েক মাসের মধ্যে সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে যাত্রী হয়রানি বন্ধ, ভাড়া বৈষম্য ও কৃত্রিম সংকট সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত শুক্রবার রাতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে অনিয়ম, দুর্নীতি বন্ধসহ ছয় দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নবনিযুক্ত দুই মহাব্যবস্থাপক (জিএম) মো. সালাউদ্দিন ও ডিএমএস এয়ার কমোডর মাহবুব জাহান খান। সূত্র জানান, দীর্ঘদিন ধরে বিমানের কিছু অসাধু কর্মকর্তা সিলেটের যাত্রীদের হয়রানি করে আসছিলেন। গ্রুপ বুকিংয়ের নামে টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি, মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যের সরাসরি ফ্লাইটে সিলেটের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। এসব সমস্যা সমাধানে তারা পররাষ্ট্রমন্ত্রী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনের পর টনক নড়ে সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৮ মো. শামীম আলম অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বিমান মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন। এর পর থেকেই সামনে আসতে থাকে বিমানের টিকিট জালিয়াতিসহ অনিয়ম-দুর্নীতির চিত্র। সিলেটের ট্রাভেল ব্যবসায়ী ও প্রবাসীরা যেসব দাবি জানিয়ে আসছিলেন তার মধ্যে ছিলÑ কমন ভাড়ায় সিলেটের যাত্রীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন বরাদ্দ রেখে সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা। সিলেটের যাত্রীদের জন্য ভাড়া বৈষম্য দূর করা। সিলেট-জেদ্দা-সিলেট, সিলেট-দুবাই-সিলেট, সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইটে সিলেটের প্রবাসীদের অগ্রাধিকার প্রদান। সপ্তাহে ধার্যকৃত জেদ্দা-সিলেট দুটি ফ্লাইটে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন বরাদ্দ রাখা। ঢাকা থেকে গ্রুপ বুকিং সিস্টেম বাতিল করা। সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের উন্নতমানের হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুত সম্পন্ন করা। এসব দাবি বাস্তবায়নে গত শুক্রবার রাতে নগরের একটি হোটেলে আটাব নেতৃবৃন্দের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম সালাহউদ্দিন ও ডিএমএস এয়ার কমোডর মাহবুব জাহান খাঁন বৈঠক করেন। ওই বৈঠকে দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার ঘোষণা দেন দুই কর্মকর্তা। আটাব সিলেট জোনের সভাপতি আবদুল জব্বার জলিল জানান, তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে গ্রুপ বুকিং পদ্ধতি বাতিল করে অটোমেশন পদ্ধতিতে টিকিট বুকিং শুরু হয়েছে। টিকিট বিক্রিতে কোনো অনিয়ম যাতে না হয় সে লক্ষ্যে বৈঠকে এই অটোমেশন পদ্ধতিও নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছেন বিমান কর্মকর্তারা। এ ছাড়া বৈঠকে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুবাই, লন্ডন, জেদ্দার সরাসরি ফ্লাইটে ঢাকা ও সিলেটের যাত্রীদের সমান ভাড়া নির্ধারণ, আগামী হজ মৌসুমে সিলেটের যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনায় পাঁচটি সরাসরি ফ্লাইট চালু, অক্টোবর থেকে সিলেট থেকে দিল্লি ও চায়নায় ফ্লাইট চালুরও আশ^াস দেন। এ ছাড়া সিলেটের যাত্রীদের ট্রানজিট হয়রানি বন্ধসহ হোটেল ও খাবার সমস্যা সমাধানে আন্তরিক সমাধান দেওয়ারও ঘোষণা দেন। সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুত সম্পন্ন করে ২০২০ সালের জুনের মধ্যে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও প্রায় চূড়ান্ত বলে অবগত করেন কর্মকর্তারা।

সর্বশেষ খবর