রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নৌকাবিরোধীদের বহিষ্কার দাবি বর্ধিত সভায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধিতাকারী দলীয় নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের নেতারা। এ ছাড়া দলে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদ করার তাগিদও দিয়েছেন তারা। গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় মাঠ নেতারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা আখের গোছাচ্ছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জেলা-উপজেলায় বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে বিশেষ বর্ধিত সভায়। জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া বর্ধিত সভা চলে বিকাল ৪টা পর্যন্ত। সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ ১০ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য ও সম্প্রতি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা বক্তব্য দেন। তালুকদার মো. ইউনুছ বলেন, বর্ধিত সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য জেলা ও উপজেলায় সব শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে উদ্যাপন কমিটি গঠন করা হবে। তিনি জানান, সভায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাে  লিপ্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব গৃহীত হয়েছে। মাঠ পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো ঢেলে সাজানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি নিয়ে জটিলতা দূর করার দাবি জানান। গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান বলেন, যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে তাদের সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে।

 বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দ্রুত শেষ করার তাগিদ দেন। একই সঙ্গে নিষ্ক্রিয়দের দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল নির্বাচনে তার বিরোধিতাকারী দলীয় নেতাদের শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর