রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসার

-মেয়র সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘জলাবদ্ধতা হলে তা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি মনে করে এ দায়িত্ব জনগণের কাছে যাদের জবাবদিহি আছে, জনগণের কাছে যারা দায়বদ্ধ তাদের দেবে তাহলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ দায়িত্ব আমরা নিতে প্রস্তুত আছি।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মেয়র। মেয়র সাঈদ খোকন বলেন, ‘অতিবর্ষণে জলাবদ্ধতা হবে না এটা শতভাগ বলতে পারব না। কারণ বিশ্বের অনেক শহরে ভারি বর্ষণ হলে জলাবদ্ধতা হয়। এ সমস্যা পৃথিবীজুড়েই। তবে একে (জলাবদ্ধতা) সহনীয় মাত্রায় কমিয়ে আনতে চাই।’ মেয়র বলেন, ‘আমরা বসে নেই। রাজধানীবাসীকে যেন জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য আমরাও কাজ করছি।’

সর্বশেষ খবর