রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিংয়ে পোশাকশ্রমিকদের বেতন

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো বেতনের টাকা এটিএম কার্ডের মাধ্যমে তুলেছেন টঙ্গীতে অবস্থিত অনন্ত জিন্সওয়্যার লিমিটেডের সাড়ে ৩ হাজার পোশাকশ্রমিক। গতকাল পোশাক কারখানার ঠিক বাইরেই সিটি ব্যাংক প্রতিষ্ঠিত এটিএম বুথ থেকে বেতনের টাকা তুলেছেন কর্মীরা। সারথি প্রকল্পের আওতায় অনন্ত জিন্সওয়্যার লিমিটেডের কর্মীদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের ধারাবাহিকতায় এটিএম মেশিন ব্যবহারের এই পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। বেশ কয়েকটি ধাপে কর্মীদের প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন তথা ব্যাংকিং সেবার সুবিধা সম্পর্কিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিভিন্ন ব্যাংকিং পণ্য সহজলভ্য করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও কাজ করছে সারথি। প্রতিটি বিষয়ের ওপর সফলতার সঙ্গে প্রশিক্ষণ শেষে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং এটিএম মেশিন স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কর্মীরা এটিএম বুথ থেকে চলতি মাসের বেতনের টাকা তুলেছেন।

সর্বশেষ খবর