রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এসডিজির সব লক্ষ্য পূরণ নিয়ে সংশয় সিপিডির

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ যেভাবে কাজ করছে তাতে ৫০টি সূচকের মধ্যে ২৬টি অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি মনে করে, এসডিজির বড় ৬ অভীষ্টের ৫০টি সূচকের মধ্যে মাত্র ৬টি সঠিক পথে রয়েছে। এ কারণে ২০৩০ সালের মধ্যে সব লক্ষ্য পূরণ নাও হতে পারে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনে বাংলাদেশের গত চার বছরের কাজের ওপর ভিত্তি করে ‘ফোর ইয়ার্স অব এসডিজিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এসডিজির মোট ১৭টি লক্ষ্যমাত্রা, ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য ও ২৩০টি ইন্ডিকেটর রয়েছে। ১৭টি লক্ষ্যমাত্রার ৬টি নিয়ে এ গবেষণা চালানো হয়। এসডিজি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে পর্যাপ্ত অর্থ ও তথ্য সংকটকে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেছেন এদিন আয়োজিত একটি নাগরিক সংলাপের বক্তারা। এই নাগরিক সম্মেলনে অংশ নেওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও বিষয়টি স্বীকার করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর