রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিশুদের নিয়ে কোরআনিক ভয়েস প্রতিযোগিতায় সেরা কুমিল্লার মিরাজুল

নিজস্ব প্রতিবেদক

২০ জেলার শিশুদের নিয়ে আয়োজিত বসুন্ধরা পেপার মিলস কোরআনিক ভয়েস প্রতিযোগিতায় ৩০ পারা শ্রেণিতে কোরআন তিলাওয়াত করে প্রথম পুরস্কার জিতে নিয়েছে কুমিল্লার হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ নেয়ামত উল্লাহ দ্বিতীয় ও চট্টগ্রামের ইসমাইল হোসাইন তৃতীয় স্থান অর্জন করেছে।

গত রাতে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এ ছাড়া নেত্রকোনার হাফেজ মোহাম্মদ নাসিরুল্লাহ চতুর্থ স্থান অর্জনকারী হিসেবে পুরস্কৃত হন। প্রতিযোগিতার ১০ পারা শ্রেণিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এতে এনায়েত উল্লাহ প্রথম, আনাস হোসাইন দ্বিতীয়, আবদুল্লাহ আবু সাঈদ তৃতীয়, হাবিবুর রহমান চতুর্থ ও মারুফ বিল্লাহ পঞ্চম স্থান অর্জন করেন। ৭ থেকে ১২ বছর বয়সী প্রায় ২০ হাজার শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও গোল্ড মার্ক বিস্কুটের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আয়োজন করে আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। কোরআন তিলাওয়াত করে বকশিশ পেয়েছে মাশরাফিকন্যা। অনুষ্ঠানে দুই শিশু সন্তান নিয়ে হাজির হন মাশরাফি বিন মর্তুজা। প্রতিযোগিতা শেষে মাশরাফির শিশু কন্যা হুমায়রাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এ সময় সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে ক্রিকেট অধিনায়কের আট বছর বয়সী কন্যা হুমায়রা মর্তুজা। তখন খুশি হয়ে মাশরাফিকন্যাকে আহলুল হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারি শেখ নাজির উল্লাহ পাঁচ হাজার টাকা বকশিশ দেন। এ ছাড়া ১ হাজার টাকা বকশিশ দেন সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কারি মো. সেলিম। মাফরাফি বলেন, ‘এত ছোট ছোট হাফেজ দেখে আমি অবাক হয়েছি। এসব হাফেজ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, এটা গর্বের। ধর্মীয় এমন আয়োজনে আমি আগেও ছিলাম, সবসময় থাকতে চাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সব মুসলিম খেলোয়াড় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিদেশে থাকাকালে তাদের জামাতে নামাজে ইমামতি করেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আজ এখানে সংসদ সদস্য বা ক্রিকেটার হিসেবে আসিনি। কোরআনের টানে এসেছি। এটা সবার ঊর্ধ্বে।’ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল ও বাংলাভিশন। স্পন্সর করে গ্রিনলাইন পরিবহন, ইনফিনিটি, ইসলামী ব্যাংক, রয়েল কোচ ও প্রাণ ড্রিংকিং ওয়াটার।

সর্বশেষ খবর