সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গ্রুপিং হানাহানিতে ব্যস্ত সিলেট ছাত্রলীগ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মাঠে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন দিবসে শহীদ মিনারে ফুল দেওয়া ছাড়া দলীয় কোনো কর্মসূচিও নেই। এ অবস্থায় ক্যাম্পাস ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে হানাহানি ছাড়া কোনো কাজ নেই সিলেট ছাত্রলীগের। দীর্ঘদিন থেকে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি না থাকায় কোনো জবাবদিহিতাও নেই নেতা-কর্মীদের। এ সুযোগে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অপকর্মে ছাত্রলীগের নাম ব্যবহার করে জড়িয়ে পড়ছেন অনেকে। কমিটি না থাকায় দিন দিন ছাত্র সংগঠনটির মধ্যে বাড়ছে গ্রুপিং।  দলের মধ্যে বিভক্তির ফলে গ্রুপ ভারি করতে অনেক নেতা ভিন্ন মতাদর্শের নেতা-কর্মী, চিহ্নিত অপরাধী, এমনকি বস্তির টোকাইদেরও নাম লিখিয়ে দিচ্ছেন ছাত্রলীগে। এনিয়ে প্রায়ই সংঘাত, সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটছে সিলেটে। গত ১৮ এপ্রিল মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাওয়াত না পাওয়ায় অনুষ্ঠানে হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা। সিলেটে প্রায়ই এসব সংঘাত, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটলেও ছাত্রলীগের লাগাম ধরার কেউ নেই। মহানগরের চেয়ে আরও করুণ অবস্থা জেলা ছাত্রলীগের। দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় অনেকেই ছাত্রলীগের রাজনীতিতে পদপ্রাপ্তির আশা ছেড়ে দিয়ে ঢুকে পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে। অনেকে নাম লিখিয়েছেন যুবলীগ নেতা হিসেবে। কেউ কেউ আবার হতাশা নিয়ে রাজনীতিকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এদিকে, কমিটি না থাকলেও সিলেটে দিন দিন বাড়ছে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এর জের ধরে বাড়ছে গ্রুপ-উপগ্রুপের সংখ্যা। বর্তমানে সিলেটে ছাত্রলীগের রাজনীতি গ্রুপ-উপগ্রুপ মিলিয়ে অন্তত ৩০টি ধারায় বিভক্ত। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার বলেন, দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় ত্যাগী নেতা-কর্মীরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন।

এই সুযোগে গ্রুপ ভারি করার জন্য অনেকে ছাত্রদল ও শিবিরের কর্মীদের ছাত্রলীগের লেবাস পরিয়ে দিচ্ছেন।

সর্বশেষ খবর