সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উকিল সাত্তার কী করবেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া সংসদে যোগ দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। রবিবার দুপুরে একথা জানিয়ে তিনি বলেন, সোমবার কথা বলবেন। শপথ তো সোমবার দিন পর্যন্তই নেওয়া যাবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, জেলা বিএনপির সভায় সংসদে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার যোগদান প্রসঙ্গে কোনো কথা হয়নি। তবে              তিনি সংসদে যোগ দেবেন না। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজও বলেছেন, তার সংসদে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন। তিনি পান ৭৫ হাজার ৪১৯ ভোট। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল, সহকারী সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসীম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর