সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

কোটা আন্দোলনের দুই নেতাকে তুলে নিল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের নেতা অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল ও সদস্য সচিব রেজাউল করিম শাকিলকে ক্যাম্পাস থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি থেকে তাদের তাজহাট থানায় নেওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,  শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল ও সদস্য সচিব রেজাউল করিম শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য তাজহাট থানায় নেওয়া হয়। রোকনুজ্জামান রবিউল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং রেজাউল করিম শাকিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

এর আগে গত বুধবার উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষক নিয়োগ দিয়ে সেশনজট নিরসনসহ ১৭ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ ব্যাপারে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘যতটুকু জেনেছি শিক্ষার্থীদের দাবির পক্ষে সংবাদ সম্মেলনের জের ধরে তাদের হয়রানির জন্য তুলে নেওয়া হয়েছে। বিষয়টি সাংগঠনিকভাবে দেখা হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই শিক্ষার্থীকে থানায় নিয়েছে বলে শুনেছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার কথা। এ ব্যাপারে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।

তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জিজ্ঞাসাবাদ কি না- জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর