সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দরপতনে বিক্ষোভ বিনিয়োগকারীদের

সূচক ও লেনদেন কমেছে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতনে বিক্ষোভ বিনিয়োগকারীদের

সপ্তাহের প্রথম দিনে গতকালও লেনদেনে দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম উভয়  শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে  লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে। এদিকে শেয়ারবাজারের অব্যাহত দর পতনের প্রতিবাদে এক মাস ধরে মানববন্ধন এবং বিক্ষোভ করে আসছেন সাধারণ বিনিয়োগকারীরা। গতকালও ডিএসই ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিনিয়োগকারীরা। জানা গেছে, বিক্ষোভে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে প্রতীকী গণঅনশনের ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা। যা আগের দিন থেকে ৩৮ কোটি টাকা কম। ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির বা ২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৮টির বা ৬০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির বা ১২ শতাংশ প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। সিএসইতে ১৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর