সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রমজানে জিনিসপত্রের দাম একটুও বাড়বে না : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটুও বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম থাকবে। গতকাল দুপুরে ডিএসসিসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত রাজধানীতে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মেয়র সাঈদ  খোকন এ ঘোষণা দেন। সাঈদ খোকন বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত রয়েছে, যা দিয়ে আমরা আসন্ন রমজানের পরও সামনের পূজায় সরবরাহ করতে পারব বলে জানান তারা। সুতরাং আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে  ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও আটাসহ অতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য  কোনোক্রমেই গত বছরের চেয়ে এ বছর বাড়বে না।’

সর্বশেষ খবর