সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আইনের শাসন নেই মানুষ অনিরাপদ

---সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর অতিক্রম হলেও দেশে আইনের শাসন না থাকায় মানুষ কোথাও নিরাপদ নয়। সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ মহামারিতে রূপ নিয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সভাপতি, মুফতি ছিদ্দিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং হাফেজ শাহাদাত হুসাইন প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পনর্গঠন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন আশরাফ আলী আকন, আলহাজ আবদুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সভাপতিত্ব করেন ডা. মজিবর রহমান।

সর্বশেষ খবর