সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ

কাপাসিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রেমে ব্যর্থ হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল ওই ছাত্রীর নিজ শিক্ষা প্রতিষ্ঠান আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজের সহস্র্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। শিক্ষার্থী ও শিক্ষকরা কাপাসিয়া-হাতিরদিয়া আঞ্চলিক সড়কের দু’পাশে হাতে হাত রেখে বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে অভিযোগ পাওয়া গেছে, অ্যাসিড নিক্ষেপকারী ৩ বখাটেকে বাঁচাতে একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। মহলটি থানা পুলিশকে ম্যানেজ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে ওই ছাত্রীর বাবা আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন মাস্টার জানান। তিনি বলেন, আমার নিরীহ মেধাবী কন্যাকে অ্যাসিড নিক্ষেপ করে জীবন সংকটাপন্ন করেছে। তার ওপর প্রভাবশালী একটি মহল পুলিশকে ম্যানেজ করে ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বখাটে সাগর ঘটনার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমার মেয়েকে জীবনে শেষ করে ফেলবে বলে। কিন্তু আমি ফেসবুক না বোঝার কারণে সতর্ক হতে পারিনি। আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত বখাটেদের এমন বিচার করা প্রয়োজন, যাতে আর কখনো কেউ অ্যাসিড নিক্ষেপ করতে সাহস না পায়।

এদিকে এ ঘটনায় ছাত্রীর বাবা সিরাজ উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত ওই ছাত্রী গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজকের পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর