মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ওয়াগন লাইনচ্যুত তেল ছড়ানোর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনায় পতিত হয়েছে। গতকাল দুপুরে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের সন্নিকটে রেলের একটি পুরনো ব্রিজ অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে মরা খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওয়াগনগুলোর মুখ থেকে ফার্নেস অয়েল নির্গত হতে থাকে। এতে দক্ষিণ এশিয়ার একমাত্র স্বাদু পানির মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যে তিনটি ওয়াগন ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে সেগুলো সরিয়ে নিতে কাজ চলছে।

সর্বশেষ খবর