মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বহুতল ২৪টি ভবনের ১৮টিই অগ্নিঝুঁকিতে

শেকৃবি সংবাদদাতা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪টি বহুতল ভবনের ১৮টিতেই নেই কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এর মধ্যে ৬টি ভবনে অগ্নিনির্বাপণের জন্য গুইসার সিলিন্ডার থাকলেও সবকটিই এখন মেয়াদোত্তীর্ণ। এদিকে গত ১৭, ২১ ও ২২ ফেব্রুয়ারি কৃষকরতœ শেখ হাসিনা হলে ৩ দফায় গ্যাসপাইপ লিক হয়ে অগ্নিকান্ডে র ঘটনা ঘটে। সব মিলে ২৪টি ভবনের সংশ্লিষ্টদের পাশাপাশি খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্নতা দেখালেও ঝুঁকি নিরসনে নেওয়া হচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বহুতল আবাসিক ভবনগুলোর মধ্যে শিক্ষার্থীদের জন্য ৫টি আবাসিক হল ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন রয়েছে ১৪টি। এ ছাড়া দুটি একাডেমিক ভবনের পাশাপাশি প্রশাসনিক ভবন,  কেন্দ্রীয় গ্রন্থাগার ও কেন্দ্রীয় গবেষণাগারে রয়েছে একটি করে ভবন। ভবনগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ১৩টি বহুতল ভবন, শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল, কৃষি অনুষদ ও শেখ কামাল অনুষদ ভবনে নেই কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা।  সিলিন্ডারগুলোর মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের গুইসারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৭ সালে। বাকি ভবনের গুইসাগুলোর মেয়াদ উত্তীর্ণ ২০১৪ সালে। এমনকি যেসব ভবনে গুইসার সিলিন্ডার রাখা আছে সে ভবনগুলোর সংশ্লিষ্টরাও জানে না এর সঠিক ব্যবহার পদ্ধতি। শেকৃবি প্রকৌশল শাখার প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা মিটিং করেছি এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ খবর