মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ময়মনসিংহ সিটিতে কেউ জাল ভোট দিতে পারবে না : সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়ায় এখানে কেউ জাল ভোট দিতে পারবে না। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যাবে। ময়মনসিংহ সার্কিট হাউজে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটারদের উপস্থিতি কম হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের দায়িত্ব রয়েছে।’ প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। সবাই আশ্বাস দিয়েছে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খান, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেনসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর