মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সারা দেশে গুম খুন নৈরাজ্য

--------- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশজুড়ে গুম, খুন আর নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকালে সিলেট জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিলেট নগরীর মীরের ময়দানের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুম নামক অপরাজনীতির ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজের’ সাত বছর পূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,               ‘আওয়ামী লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারী সরকারের মতো গুম, খুন আর নৈরাজ্য চালানো হচ্ছে দেশজুড়ে। বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ক্ষমতায় টিকে থাকার প্রকল্পকে পাকাপোক্ত করছে তারা।’ আওয়ামী লীগের চেয়ে দুর্বল দল বাংলাদেশে নেই মন্তব্য করে তিনি বলেন, ‘তারা জনগণকে ভয় পায়। মানুষের রায়ে তাদের আস্থা নেই। ভোটের নামে প্রহসন করে তারা রাতে ও ভোটের দিনে বাক্স ভরে ক্ষমতায় গেছে।’

 আমীর খসরু আরও বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশি চাপে বারবার খালেদার প্যারোল মুক্তির বিষয়টি বলছেন। বিএনপি চাইলে তারা নাকি বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু আমরা তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইনি। কেন বারবার তারা এ কথা বলছেন। এতেই স্পষ্ট হচ্ছে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এখন বিদেশি চাপে প্যারোলে মুক্তির কথা বলছেন।’

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে প্রহসনের ভোট হয়েছে। সরকার এখন দুর্নীতিতে লিপ্ত। রুখে দাঁড়ানোর সময় এখনো আছে, তাই মানুষকে জাগিয়ে তুলতে হবে।’ পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর