মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ইপিআই কার্যক্রমে (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) পরপর ৮ বার জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করেছে রাসিক। এটি একটি বিরল দৃষ্টান্ত। আগামীতেও চিকিৎসাসেবা প্রদানে আলোকবর্তিকা হবে রাসিক। রাসিকের স্বাস্থ্যসেবার সফলতার পেছনে ভূমিকা পালন করেছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। গতকাল দুপুরে নগর ভবন সম্মেলন কক্ষে বিশ^ টিকাদান সপ্তাহ (২৪-৩০ এপ্রিল)-২০১৯ উদযাপন উপলক্ষে ইপিআই ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্পায়ন হয়নি, বাণিজ্যের প্রসার ঘটেনি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ওপর টিকে আছি। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে একটা পর্যায়ে গেছি। এটি নিয়ে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা আরও এগিয়ে যেতে চাই। সভায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে ইপিআই ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের গাইড লাইন প্রদান করেন ইপিআইর প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরী। পরে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়। এর আগে ইপিআই ই-রেজিস্ট্রেশনের উদ্বোধন উপলক্ষে সকালে নগরভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।

সর্বশেষ খবর