বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র আরিফের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রমজানে কম মুনাফায় দ্রব্যমূল্য বিক্রয়, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সকালে নগর ভবনে নগরীর ব্যবসায়ী, প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরিফ বলেন, ‘রমজান মাসে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কিংবা পণ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরবাসীর স্বার্থে সবধরনের পদক্ষেপ নেবে সিসিক।’ সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মখলিছুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু প্রমুখ।

সর্বশেষ খবর