শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের উৎসব শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হয়েছে ‘নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী-কর, ত্রাণ মহাপ্রাণ, আন অমৃতবাণী’ স্লোগানে তিন দিনের উৎসব। গতকাল বিকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও শিল্পী সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালমা আকবর ও পিযুষ বড়ুয়া। সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি ও শিল্পী প্রমোদ দত্ত। সংস্থার শিল্পীদের কণ্ঠে জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল কার্যক্রম। এরপর ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’ শিরোনামের দুটি সম্মেলক সংগীত পরিবেশন করেন সংস্থার শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংস্থার শিল্পী গোলাম হায়দার, সাঈদা হোসেন পাপড়ি, শাফিকুর রহমান ও খন্দকার আবুল কালাম। উদ্বোধনী দিনে আয়োজক সংস্থার ২৫ জন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। আজ দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। এ আয়োজনেও থাকছে কবিগুরুর গানের সুর ও কবিতার আবৃত্তি। কাল শনিবার শেষ হবে তিন দিনের এ উৎসব। সমাপনী দিনে সংগীতগুরু ও বাংলা খেয়ালের স্রষ্টা ড. আজাদ রহমানকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।

সর্বশেষ খবর