শিরোনাম
শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

রমজানে বিএসটিআইয়ের অভিযান জোরদার হবে : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রমজান সামনে রেখে বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

গতকাল শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিএসটিআই সব সময় অভিযান পরিচালনা করে। প্রতিবছর রমজান উপলক্ষে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। এবারও রমজান মাসে জনসাধারণ যাতে মানসম্পন্ন খাদ্য ও পানীয় পেতে পারে তা নিশ্চিত করার জন্যই এ ধরনের অভিযানের পরিকল্পনা গ্রহণ। রোজায় পণ্য সংকটের কোনো কারণ নেই এমন তথ্য দিয়ে মন্ত্রী বলেন, চিনি ও লবণের যে মজুদ আছে, তা পর্যাপ্ত। ডিলারদের ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা ফন্দিফিকির করলে, আর নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিল্পমন্ত্রী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং যৌথভাবে প্রতিদিন তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঢাকা মহানগর ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ও জেলা শহরে প্রতিদিন কমপক্ষে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিএসটিআইয়ের ১০টি আঞ্চলিক অফিসের মাধ্যমে এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব মো. আবদুল হালিম বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বক্তব্য দেন।

সর্বশেষ খবর