শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

৬ মে এসএসসি ও সমমানের ফল

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে, সোমবার প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। পরে সেখানেই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এ সময় বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন। সাধারণত ফল প্রকাশের দিন সকালে শিক্ষামন্ত্রী ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এমনটি করা হচ্ছে না। দশটি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ফণীর কারণে আজ শনিবারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অনিবার্য কারণে’ শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় পরে জানানো হবে। পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর