শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনা অসাধ্য সাধন করেছেন

-এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ হয়ে থাকা ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অসাধ্যকে সাধন করেছেন। ডাকসু নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার পর অনেকেই বলেছিলেন, ডাকসু করা সম্ভব নয়। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে ডাকসুতে নেতৃত্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন। গতকাল অমর     একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অমর একুশে হলের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং একুশে হলের সাবেক ছাত্র ও ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এনামুল হক শামীম বলেন, এক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে এরশাদ ভ্যাকেশন, খালেদা ভ্যাকেশন দেখেছি। তাদের ছাত্র সংগঠনগুলোর তা বলীলা দেখেছি। কিন্তু ১০ বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়ে একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। কারণ, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস ও তা বের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেননি।

শামীম বলেন, আমি যেদিন জাকসুর ভিপি নির্বাচিত হই তার আগের রাতেও আমার বিছানাপত্রে আগুন দিয়েছিল তৎকালীন সরকারের ছাত্রসংগঠনের নেতারা। কিন্তু কখনই আমাদের ছাত্র-ছাত্রীদের মন থেকে দূরে রাখতে পারেনি। তাই বিপুল ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হয়েছিলাম। অনুষ্ঠানে হলের আবাসিক ১০ গরিব ও মেধাবী ছাত্রকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুনর্মিলনীর আয়োজনের উদ্বোধন করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর