শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
মহিলা দলের মানববন্ধনে রিজভী

সরকারের নির্দেশেই খালেদা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার ‘কারাবন্দিত্ব’ সরকারের নির্দেশেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে আইনের শাসন নেই, আজকে শেখ হাসিনার শাসন চলছে। তিনি নিজেই প্রমাণ করেছেন। উনি বলেছেন না, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আইন-আদালত যা করবে, আদালতের ওপর আমাদের হস্তক্ষেপ নেই। কিন্তু অপরাধ করলে, অন্যায় করলে অজান্তে নিজের মনের ভিতর থেকে কথা বেরিয়ে  আসে।’ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী  বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে এই মানববন্ধন হয়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মহিলা দলের নেতা-কর্মীরা সিনিয়র যুগ্ম মহাসচিবকে নিয়ে বিক্ষোভ মিছিল করে যা কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁ পর্যন্ত যায়।

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জেবা খান, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার বন্দিত্ব, বেগম খালেদাকে কারাগারে রাখা, তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে সাজা সবই সরকারের নির্দেশে। আমরা বার বার যেটা বলেছি সেটাই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী। লন্ডনে নিজের কন্ঠে জানিয়ে দিলেন খালেদা জিয়া বন্দি শেখ হাসিনার নির্দেশে। আর এই ব্যাপারে কোনো দ্বিধা নেই, তিনি নিজেই প্রমাণ করলেন।’ সোনাগাজীসহ সারা দেশে নারী নির্যাতনসহ নৈরাজ্যের পেছনে ক্ষমতাসীনরা দায়ী বলে অভিযোগ করেন রিজভী।

সর্বশেষ খবর