রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

ইভিএমে ভোট সব কেন্দ্রে

ময়মনসিংহ সিটি ও ৪ উপজেলা নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনে আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ সিটির প্রথম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকালই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ সিটির মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে। এদিকে লালমনিরহাটের আদিতমারী, নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বরুড়া ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচনও হবে আজ। এ ছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদেও ভোট হবে আজ। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইভিএমে ভোট : এ সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এ সিটিতে ভোট কেন্দ্র ১২৭টি, ভোটকক্ষ ৮৩০টি। ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনের নিরাপত্তায় নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১০জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে), পুলিশের ৩৩টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং দল থাকবে। প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়াও নির্বাচনকালে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর