রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ার সেরা শাবি

শাবি প্রতিনিধি

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ার সেরা শাবি

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ার সেরা নির্বাচিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘বোজন’। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) পিএইচডি গবেষকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র টিম হিসেবে সেরা পনেরোতে স্থান পায় তারা।

টিম ‘বোজন’র সদস্যরা হলেন সোলাইমান রবিন, মামুনুর রশিদ, তরিকুল রাজু, স্বরুপ পোদ্দার এবং আহমেদ আল ইমতিয়াজ। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ছাড়াও শাবির আরও ছয়টি দল আন্তর্জাতিক এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে র‌্যাংকিংয়ে স্থান পায়।

সর্বশেষ খবর