রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

১৫ মাস পর জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

টানা ১৫ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। বর্তমানে তিনি নিজের বাসায় অবস্থান করছেন। কারাভ্যন্তরে অসুস্থ ছিলেন অনেক দিন। শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি।

জেল থেকে বের হয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কারাগারের ভিতরে এবং বাইরে দলের সব নেতা-কর্মীকেই মনোবল দৃঢ় রাখতে হবে। কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিই এখন আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।  ২০১৮ সালে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার মামলা হয়। ওই বছর ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পুলিশ তাকেও গ্রেফতার করে নিয়ে যায়। দীর্ঘ ১ বছর ২ মাস ২৬ দিন পর তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন।

সর্বশেষ খবর