রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

আজ আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর যৌথভাবে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আন্তর্জাতিকভাবে ধাত্রীরা সন্তান প্রসবে মায়েদের যেভাবে যুগ যুগ ধরে সেবা দিয়ে আসছেন সেই কাজের স্বীকৃতি প্রদানের জন্য আশির দশক থেকে তারা দাবি জানিয়ে আসছেন। এরপর ১৯৯২ সালের ৫ মে আন্তর্জাতিক ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি পায়। 

সর্বশেষ খবর