রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

ফরমালিনযুক্ত রং দিয়ে মাছ বিক্রি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফরমালিনযুক্ত রং দিয়ে মাছ বিক্রি করায় সাইদুল নামে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাব-২ এবং মৎস্য অধিদফতরের যৌথ সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

র‌্যাব-২ এর মেজর মো. রুহুল আমিন জানান, নিউমার্কেট এবং মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার মৎস্য আড়তে ফরমালিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মোহাম্মদপুরে একটি আড়তে বোয়াল মাছের ভিতর ফরমালিনযুক্ত রং পাওয়া গেছে। আড়তদার সাইদুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর