সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

রমজানে ব্যাংকের লেনদেন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে ব্যাংক লেনদেন সকাল ৯টা ও শেয়ারবাজার লেনদেন শুরু হবে ১০টা থেকে। গতকাল বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং লেনদেনের এ সময়সূচি নির্ধারণ করে আদেশ জারি করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রমজান মাসে ব্যাংকে  লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে ডিএসই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর