বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা
এসএসসির ফলাফল

যে কারণে দেশসেরা রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এসএসসির ফলাফলে টানা তৃতীয়বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল রাজশাহী শিক্ষা বোর্ড। এজন্য গণিত ও ইংরেজি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন বোর্ড কর্তারা। আর শিক্ষকরা বলছেন, নিয়মিত পাঠদান, ছুটির দিনগুলোতে অতিরিক্ত ক্লাস নেওয়ায় ভালো ফল করেছে সেরা স্কুলগুলো। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক বলেন, সময়ের মধ্যে সিলেবাস সমাপ্ত, কঠোর মনিটরিং, গণিত ও ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়ায় এবার আশানুরূপ ফলাফল হয়েছে। এছাড়া কঠোর নির্দেশনার কারণে শূন্য ফলাফল (একজনও পাস করেনি) আছে এমন স্কুলের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবার বোর্ডের অধীন একজনও পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা আছে মাত্র একটি। তবে এ স্কুলটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে এ বছর পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। ২০১৪ সালের পর এটি বোর্ডের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ফলাফল। অপরদিকে, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী ও ১১ হাজার ১০৯ জন ছাত্র রয়েছে। তাই জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা। এ বছর শতভাগ পাসের স্কুলের সংখ্যাও দ্বিগুণ বেড়েছে। চলতি বছর শতভাগ পাসের স্কুলের সংখ্যা ৪৩১টি। গতবার ছিল ২০৬টি।

সর্বশেষ খবর