বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুতে ছয় নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজানে ইফতার, তারাবিহ ও সাহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল ছয়টি নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সান্ধ্যকালীন পিক আওয়ারে গ্রিড উপকেন্দ্রে উপস্থিত থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সরাসরি মনিটরিং করতে নির্দিষ্টভাবে দায়িত্বও বণ্টন করে দেওয়া হয়েছে।

পিডিবি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় দফতরে  সপ্তাহের সাতদিনই একজন করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে কমিটি এবং প্রত্যেক বিক্রয় ও বিতরণ কেন্দ্রগুলোতে নির্বাহী প্রকৌশলীদের নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে।

পিডিবির নির্দেশনার মধ্যে আছে- রমজানে সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও সুষম বণ্টন, মাগরিবের পূর্ব থেকে তারাবির নামাজ শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট  গ্রিড উপকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে উপস্থিত থাকা, বরাদ্দকৃত লোড অনুযায়ী সংস্থাসমূহ লোড ব্যবহার করছে কিনা তা সার্বক্ষণিক মনিটরিং করা, প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও লোড ডেসপাচ সেন্টারের সঙ্গে যোগাযোগ করা এবং রোস্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ১৩২ কেভি গ্রাহকের লোড তদারকি করা।

পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, ‘পিডিবিতে এখন লোডশেডিং নেই।

তবে যান্ত্রিক ত্রুটি ও লোড জটিলতার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে দেশে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

সর্বশেষ খবর