বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

‘ফণী’ পাচ্ছে নতুন ঘর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দাকোপে ঘূর্ণিঝড় ফণী’র দুর্যোগের মধ্যে সাইক্লোন সেল্টারে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ফণী আক্তার। শুক্রবার চালনা পৌরসভার মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে জন্ম নেয় শিশুটি। উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাস শুরু হলে পৌরসভার উত্তর কলোনির বাসিন্দা মাসুম গাজী ও তার গর্ভবর্তী স্ত্রী রেশমী বেগম ওই সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়। বিকাল ৫টার দিকে রেশমীর প্রসব বেদনা উঠলে স্থানীয় নারীদের সহযোগিতায় রেশমীর কোলজুড়ে আসে শিশুটি। এদিকে ফণী’র দুর্যোগের দিনে শিশুটির         জন্মের ঘটনা জানতে পেরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার পরিবারকে ১ লাখ টাকা মূল্যের একটি ঘর   তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশুর বাবা-মায়ের হাতে নগদ টাকা ও নতুন পোশাক তুলে দেন। তিনি বলেন, ফণী’র দুর্যোগের মধ্যে জন্ম নেওয়ায় শিশুটির বাবা-মা ও স্বজনরা তার নাম ফণী আক্তার রেখেছেন। তার বাবা চালনা বাজারে একটি ঘড়ির দোকানের কর্মচারী। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে ১ লাখ টাকা মূল্যের একটি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘর তৈরির মালামাল পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব দাশ, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর