বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

চাঁদাবাজি হলে জানান সঙ্গে সঙ্গে ব্যবস্থা

-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোথাও চাঁদাবাজি হলে জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না। সব জায়গায় শান্তি থাকবে, এটাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়েজিত মাহে রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০ টাকা দিয়ে প্যাকেজ কিনে এর  বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে বলেন, কারওয়ান বাজারে এক সময় প্রায়ই মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে, ক্রেতার টাকাও ছিনতাই হয় না। আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন, ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পণ্য কিনবেন। প্রসঙ্গত, পঁাঁচ সদস্যের একটি পরিবারের দুই দিনের ইফতারে যে পরিমাণ কাঁচাবাজার লাগে তা পাওয়া যাবে মাত্র ১৫০ টাকায়। প্যাকেজটিতে থাকবে শসা ৫০০ গ্রাম, বেগুন ৫০০ গ্রাম, লেবু ৪টি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, কাঁচা মরিচ ৩০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম এবং গাজর ৫০০ গ্রাম।

সর্বশেষ খবর