বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা
আইসিসির ঐতিহাসিক রায়

পরোয়ানা থাকলে বিদেশে রাষ্ট্রপ্রধানরাও দায়মুক্তি পাবেন না

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি হলে এর সদস্য দেশগুলোয় বিদেশি রাষ্ট্রপ্রধানরাও দায়মুক্তি পাবেন না। অর্থাৎ কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই রাষ্ট্রপ্রধান যদি আইসিসির কোনো সদস্যরাষ্ট্রে যান তবে ওই সদস্যরাষ্ট্রকে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে হবে। আইসিসির আপিল আদালতের বিচারকরা গত সোমবার জর্দানের বিরুদ্ধে এক ঐতিহাসিক হয়। রায়ে এ কথা বলেছেন। গত মাসে সুদানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জর্দান তামিল না করায় আইসিসি ওই রায় দেয়। আইসিসি বলেছে, জর্দান ছাড়াও দক্ষিণ আফ্রিকা, চাদ, উগান্ডা, মালাবি ও জিবুতি আইসিসি সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর