বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া একটি মারাত্মক জিনগত রক্তরোগ। যা উত্তরাধিকার সূত্রে পিতা-মাতার কাছ থেকে শিশুরা পেয়ে থাকে। এই রোগ নিয়ে শিশুদের জন্ম নেওয়া প্রতিরোধে চিকিৎসকরা বিয়ের আগে নারী-পুরুষের রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. এম আবদুর রহমান বলেন, থ্যালাসেমিয়া রক্তের এমনই একটি রোগ যা দেহে হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা তৈরি করে। হিমোগ্লোবিন লোহিত রক্ত কোষের প্রোটিন অণু, যা অক্সিজেন বহন করে। এই রোগের ফলে লোহিত রক্ত কোষ ধ্বংস করে দেয়, যাতে চরম রক্তশূন্যতা দেখা দেয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সিরডাপ মিলনায়তন থেকে সকাল সাড়ে ১০টায় র‌্যালি বের করা হবে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, সাবেক সচিব আকতারী মমতাজ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যার ১১ শতাংশ থ্যালাসেমিয়া রোগী রয়েছে।

সর্বশেষ খবর